মেঘালয়ে গুলিকাণ্ড: নিহতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা দেবে তৃণমূল

Must read

প্রতিবেদন : মেঘালয়ের গুলিকাণ্ডে (Meghalaya Shooting- AITC) নিহত পরিবারগুলির পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস৷ মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা করে দলের তরফে আর্থিক সাহায্য করা হবে৷ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মেঘালয় তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা৷ ঘটনায় আহতদেরও যথাযথ সাহায্য করবে দল৷ এদিন মুকুল সাংমা বলেন, দীর্ঘদিন ধরেই অসম ও মেঘালয় (Meghalaya Shooting- AITC) সীমান্তে বহু ঘটনা ঘটেছে৷ টেনশন তৈরি হয়েছে৷ সীমান্ত লাগোয়া গ্রামগুলি ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে রয়েছে৷ সাধারণ মানুষের প্রাণ দিয়ে মেঘালয় সরকারের পুলিশের চরম ব্যর্থতার মূল্য দিতে হয়েছে৷ এটা আমাদের লজ্জা৷ আমি ঘটনাস্থলে গিয়েছিলাম৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি৷ মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি৷ আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম৷ এই মানুষগুলির কোনও দোষ নেই, এরা নিরীহ৷ কিন্তু এরা পুলিশি অত্যাচারের শিকার৷ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করে গভীর শোকপ্রকাশ করেছেন৷ গোটা বিষয়টি মেঘালয় বিধানসভায় উত্থাপন করব আমরা৷

আরও পড়ুন-নতুন শিল্প গড়া হবে রাজ্যে পরিবেশের সঙ্গে আপস নয়

Latest article