স্তন ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত

Must read

প্রতিবেদন : স্তন ক্যানসারের (Breast Cancer) চিকিৎসায় নতুন দিগন্ত। শুক্রবার চিকিৎসক দিবসে এক নতুন মাত্রা যোগ করল এসএসকেএম হাসপাতাল। স্তন ক্যানসারে আক্রান্ত এক যুবতীর দু’টি স্তনই কেটে বাদ দিয়ে প্রতিস্থাপন করা হল কৃত্রিম স্তন। স্তনের আচ্ছাদন হিসেবে ব্যবহার করা হল ‘এসেলুলার ডার্মাল ম্যাট্রিক্স’। দেশের মধ্যে বাংলাতেই এই প্রথম এমন স্তন-আচ্ছাদন। খরচ অন্তত ৪ লক্ষ টাকা। কিন্তু এসএসকেএম দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে স্তনের এই জ্যাকেট। অস্ত্রোপচারের তত্ত্বাবধানে ডাঃ সুমোহন চট্টোপাধ্যায়। এসএসকেএমের সার্জন ডাঃ দীপ্তেন্দ্র সরকারের কাছেই জানা গেল, নতুন স্তন তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে সিলিকন ইমপ্ল্যান্ট। ৩৭ বছরের এই মহিলার একটি স্তনে ধরা পড়েছিল মারণব্যাধি। সেটি কেমো দিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও মহিলার জিনে যেহেতু ক্যানসারের (Breast Cancer) পূর্বাভাস রয়েছে তাই দু’টি স্তনই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন স্তন প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। লক্ষণীয়, ঠিক একই ঘটনা ঘটেছিল অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবনে।

আরও পড়ুন: সাইবার ক্রাইম রুখতে কর্মশালা

Latest article