ব্রিজভূষণের গায়ে আর্থিক দুর্নীতিও

দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তাতে মেরি কমের নেতৃত্বাধীন বিশেষ কমিটিরও রিপোর্ট রয়েছে।

Must read

নয়াদিল্লি, ১৩ জুলাই : ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ। এতদিন মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে বিদ্ধ ছিলেন এই বিজেপি সাংসদ। এবার জানা গিয়েছে, কুস্তিগিরদের সঙ্গে চুক্তি করেও তাঁদের প্রাপ্য অর্থ দেননি ব্রিজভূষণ।

আরও পড়ুন-কোচবিহারে মৃত্যু আরও ১ তৃণমূলকর্মীর

দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তাতে মেরি কমের নেতৃত্বাধীন বিশেষ কমিটিরও রিপোর্ট রয়েছে। সেই রিপোর্টে কুস্তিগিররা দাবি করেছেন, স্পনসরের কাছ থেকে কুস্তিগিরদের দেখিয়ে অর্থ নিয়েছেন ব্রিজভূষণ। কিন্তু সেই অর্থ কুস্তিগিররা পাননি। যদিও ব্রিজভূষণের দাবি, স্পনসর আনার জন্য কুস্তিগিরদের নাম ব্যবহার করা হলেও, কুস্তিগিরদের সঙ্গে কোনও ধরনের আর্থিক চুক্তি করা হয়নি। প্রসঙ্গত, ২০১৮ সালে কুস্তি সংস্থার প্রধান স্পনসর হিসেবে এসেছিল ‘টাটা মোটরস’।

আরও পড়ুন-ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে দিঘি থেকে উদ্ধার নরকঙ্কাল

ব্রিজভূষণ আরও জানিয়েছেন, বজরং পুনিয়ার সঙ্গে কুস্তি সংস্থার চুক্তি হয়েছিল ৩০ লক্ষ। সাক্ষী মালিক ও বিনেশ ফোগটের সঙ্গে কুড়ি লক্ষ টাকার চুক্তি হয়েছিল। সেই অর্থ তাঁদের দেওয়া হয়েছে। যদিও বজরংদের দাবি, তাঁরা চুক্তি অনুযায়ী পুরো অর্থ পাননি। কেউ ১০ লক্ষ আবার কেউ কেউ ৫-৬ লক্ষ টাকা পেয়েছেন।

Latest article