সম্প্রতি শিশুঘাতক নার্স (Nurse)আলোচনার শীর্ষে। নার্স লুসি লেটবি (Lucy Letby) এক বছরের মধ্যে ৭ জন নবজাতক শিশুকে হত্যার দায়ে ধরা পড়েছে। গত শুক্রবার এক ব্রিটিশ আদালত (British court)তাকে দোষী সাব্যস্ত করেছে। জানা গিয়েছে, চেস্টারের এক হাসপাতালে ২০১৫ থেকে ২০১৬-র মধ্যে ৭ জন নবজাতককে খুন করেছেন তিনি। আরও ৬ জনকে সে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন-বিজেপি সাংসদ আলুওয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করলেন খোদ পদ্ম নেতা
এই সূত্রে, প্রকাশ্যে এসেছেন রবি জয়রাম। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার। জন্ম ইংল্যান্ডেই। তিনি কর্মরত ছিলেন কাউন্টেস অব চেস্টার হাসপাতালে। রাতে ডিউটির সময় ইনকিউবেটরের পাশে লুসিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তার পরই তিনি নজরে রাখেন নার্স লুসিকে। যদিও পরে তদন্তে প্রকাশ পায় অসুস্থ নবজাতক বা সময়ের আগেই জন্ম নেওয়া শিশুদের নৃশংসভাবে খুন করত সেই নার্স। কিন্তু ধরণ ছিল ভিন্ন। অতিরিক্ত দুধ পান করিয়ে, হাওয়া ভরা সিরিঞ্জে ইঞ্জেকশন দিয়ে বা ইনসুলিন প্রয়োগ করে শিশুদের প্রাণ নিতেন তিনি । ২২ দিন ধরে টানা শুনানি চলার পর অবশেষে উত্তর ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে।
আরও পড়ুন-রেল লাইনে লোহার পাত ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে গিয়ে ধৃত যুবক
উল্লেখ্য, উত্তরপশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হসপিটালে নিওনেটাল ইউনিটে ২০১৫-র জুন থেকে ২০১৬-র জুন মাস পর্যন্ত বেশ কয়েকটি শিশুমৃত্যু হয়। গোয়েন্দারা এই মর্মে জানিয়েছেন, প্রতিবার এমনভাবে খুন করা হত যে অপরাধের প্রমাণ থাকত না। অসুস্থ বা নির্ধারিত সময়ের আগেই জন্ম হওয়া শিশুদের নিশানা করা হত। এর ফলে স্বাভাবিকভাবেই, মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতা দায়ী হয়। ময়নাতদন্তের প্রশ্ন উঠত না।
আরও পড়ুন-১৬ বছরে যৌনতা ‘নিরপরাধ’ করতে কেন্দ্রের মতামত দাবি সুপ্রিম কোর্টের
এরকমও বার বার তার শিফ্টে শিশুমৃত্যু হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। সর্বশেষ শিকার ছিল নবজাতক ট্রিপলেটের মধ্যে দু’টি শিশু। তৃতীয় নবজাতককেও খুন করার চেষ্টা করে সে। কিন্তু সফল হয়নি।