রেল লাইনে লোহার পাত ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে গিয়ে ধৃত যুবক

যুবকের যুক্তি মানার মত নয়, তাই এই অবস্থায় রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Must read

ওড়িশার বালেশ্বরে (Balasore) ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো তাজা। এই অবস্থায় রেল লাইনে নাশকতার চেষ্টার অভিযোগে এক যুবককে ধরল আরপিএফ (RPF)। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-কলকাতায় বন দফতরের অভিযানে উদ্ধার হাজারটি হরিণের শিং

বৃহস্পতিবার রাতে বর্ধমান রামপুরহাট প্যাসেঞ্জারের চালাক জানিয়েছেন, রাত ১০টা নাগাদ বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝে রেল লাইনে পড়ে থাকা কোনও ভারী জিনিসের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগেছে। যেকোন মুহূর্তে অঘটন ঘটতে পারত। রাত ১২টা নাগাদ হাওড়ামুখি গয়া এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কা লাগে শক্ত কোন জিনিসের। যার জেরে ইঞ্জিন বিকল হয়ে যায়। চালক লাইনে নেমে দেখেন রেল লাইনের ওপর পড়ে রয়েছে লোহার মোটা পাত। ইঞ্জিন ঠিক করে প্রায় ১ ঘণ্টা পর ছাড়ে ট্রেনটি। তার ফলে একাধিক ট্রেন আটকে পড়ে । পর পর দুবার এই জায়গায় একই ধরণের ঘটনা ঘটায় আরপিএফ আধিকারিকদের সন্দেহ হয়। রাতের অন্ধকারে রেল লাইনের পাশে লুকিয়ে থাকেন। রাত ২টো নাগাদ তাঁরা দেখতে পান, এক যুবক লোহার মোটা পাত রেল লাইনের ওপর রাখছেন। সেই মুহূর্তে তাকে গ্রেফতার করেন আরপিএফ আধিকারিকরা।

আরও পড়ুন-১৬ বছরে যৌনতা ‘নিরপরাধ’ করতে কেন্দ্রের মতামত দাবি সুপ্রিম কোর্টের

এদিন ধৃতকে বোলপুর স্টেশনের আরপিএফ কেন্দ্রে নিয়ে আসা হয়। জেরায় ধৃত জানান লোহার পাতগুলি কাটার প্রয়োজন ছিল। তার বাড়িতে কাটার কোনও যন্ত্র ছিল না, তাই রেল লাইনে পাত রেখে কাটার চিন্তা করেছিলেন তিনি। এর জন্য যে ট্রেন বেলাইন হতে পারে সে ধারণা নাকি ছিল না তার। যুবকের যুক্তি মানার মত নয়, তাই এই অবস্থায় রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Latest article