আনিরুদ্দিনের বাড়ি থেকে উদ্ধার ভাঙা সিম ও বহু নথি

Must read

সংবাদদাতা, হাওড়া : জামাত জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাওড়ার (Howrah) বাঁকড়া থেকে ধৃত শিক্ষক আনিরুদ্দিন আনসারির ফ্ল্যাটে বৃহস্পতিবার রাতে ফের হানা দিল এসটিএফ। তদন্তকারী অফিসাররা আনিরুদ্দিনের ফ্ল্যাটে গিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও একাধিক মোবাইল সিম ও সিমের কাটা অংশ উদ্ধার করেন। পরে ওই বাড়ি থেকে কিছুটা দূরে আনিরুদ্দিনের এক আত্মীয়ের বাড়িতে যান রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। কিন্তু ওই আত্মীয়ের বাড়ি তালাবন্ধ থাকায় সেখানে প্রায় আধঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। বেশ কয়েকজন প্রতিবেশীদের সঙ্গে ওইসময় কথা বলেন তাঁরা।

এরপর ওই আত্মীয়ের বাড়ির ছবি তুলে নিয়ে কলকাতায় ফিরে যায় এসটিএফ। উল্লেখ্য, মঙ্গলবার হাওড়ার (Howrah) বাঁকড়ায় আনিরুদ্দিন আনসারির ফ্ল্যাটে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে এসটিএফ। জামাত জঙ্গিদের তাঁর ফ্ল্যাটে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে ধৃত শিক্ষক আনিরুদ্দিনের বিরুদ্ধে। পুরুলিয়ার পাড়ার বাসিন্দা আনিরুদ্দিন বাঁকড়ার একটি মাদ্রাসায় শিক্ষকতার সূত্রে সেখানে কয়েকবছর ধরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

Latest article