তেলেঙ্গানায় সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে চলছে প্রচার। প্রচারে নেমেছেন শাসক ও বিরোধী দলের নেতারাও। এরমধ্যেই এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। তেলেঙ্গানার শাসকদল তথা ভারত রাষ্ট্র সমতির সাংসদ কোথা প্রভাকর রেড্ডিকে (MP Kotha Prabhakar Reddy) প্রকাশ্যে পেটে ছুরি মারা হল। বিপুল জনসমাগমের মাঝেই ঘটে গেল এমন ভয়ঙ্কর ঘটনা। সোমবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সিদ্দিপেট জেলায়।
আরও পড়ুন-উৎসব শেষে পুলিশ ও সহকর্মীদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী
সিদ্দিপেট জেলার মেদাক লোকসভা কেন্দ্রের সাংসদ রেড্ডি (MP Kotha Prabhakar Reddy)। সূত্রের খবর, এদিন সুরামপল্লি গ্রামে দলীয় প্রার্থী দুব্বাকের সমর্থনে প্রচারে বেরোন প্রভাকর। তখন ভিড়ের মধ্যে এক ব্যক্তি আচমকাই সাংসদের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাংসদ হাত দিয়ে পেটের ক্ষত জায়গাটি ধরে গাড়িতে উঠছেন। সিদ্দিপেটের পুলিশ কমিশনার জানিয়েছেন, “সাংসদ প্রভাকর রেড্ডিকে গাজেওয়েলে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি আপাতত বিপন্মুক্ত।”
আরও পড়ুন-ভুল শুধরে নিক কেন্দ্র: বিশ্বভারতীর ফলককে আত্মপ্রচারমূলক-অহঙ্কারী বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
এদিকে যে ব্যক্তি সাংসদের পেটে ছুরিকাঘাত করেছে, তাকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত থাকা জনতারাই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে এই ভোট প্রচারের মধ্যে কেন বিআরএস সাংসদকে ছুরিকাঘাত করা হল তা নিয়ে খোঁজ খবর চলছে।