উৎসব শেষে পুলিশ ও সহকর্মীদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

এমতাবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেন।

Must read

এই বছরের মত শেষ হয়েছে দুর্গাপুজো (Durgapuja 2023)। আড়ম্বর ও জাঁকজমকপূর্ণভাবেই মিটেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এর পেছনে রয়েছে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা। আনন্দের মুহূর্তেও নিজেদের পরিবার ও স্বজনবর্গদের পাশে থাকতে না পারার যন্ত্রনা ভুলে যারা সাধারণ মানুষের পাশে থেকেছেন তারাই এই উৎসবের মূল কাণ্ডারী।

আরও পড়ুন-তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে মাইক্রোসফ্‌টের সহযোগিতায় আজ থেকে শুরু স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ

এমতাবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব। আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীর সমস্ত অফিসার এবং সদস্যদের ধন্যবাদ জানাই এই দিনগুলিতে নাগরিকদের এবং পূজা আয়োজকদের পাশে থাকার জন্য। তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। তাদের নজরদারি আমাদের উৎসবকে অঘটন-মুক্ত ও সুন্দর করে তুলেছে। আমার সহকর্মীদের সালাম।’

আরও পড়ুন-ঘূর্ণিঝড় থেকে বাঁচতে বাঁকিপুটের মৎস্যজীবীদের অকাল গঙ্গাপুজো

তিনি আরও বলেন, ‘আমি ফায়ার ব্রিগেড অফিসার এবং স্টাফ ও আমার অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনা সহকর্মীদেরও ধন্যবাদ জানাই। তাদের ত্রুটিহীন পরিষেবা এই উৎসবকে আরও আনন্দময় করে তুলেছে। দুয়ারে পরিষেবার এই মানসিকতাকে সাধুবাদ জানাই।’

 

Latest article