হামাস জঙ্গি নয়, প্যালেস্টাইনের স্বাধীনতার লক্ষ্যে লড়ছে, বললেন তুরস্কের প্রেসিডেন্ট

Must read

প্রতিবেদন : হামাসের যোদ্ধারা প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী। তারা কোনও সন্ত্রাসবাদী নয়। মত তুরস্কের প্রেসিডেন্ট (Turkey President) রিচেপ তায়িপ এর্ডোগানের। কোনওরকম রাখঢাক না রেখে সরাসরি হামাসের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, হামাস কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, স্বাধীনতাপন্থীদের সংগঠন। তারা প্যালেস্টিনীয় ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে। তুরস্কের ক্ষমতাসীন ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’-র পার্লামেন্ট সদস্যদের সভায় এর্ডোগান অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেন। বলেন, ‍‘‍‘প্যালেস্টাইনে শান্তি ফেরাতে অবিলম্বে মুসলিম বিশ্বকে একজোট হতে হবে।’’
নিজের বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট (Turkey President) বলেন, গাজায় ইজরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে। নারী এবং শিশুদের মৃত্যু হচ্ছে। আর পশ্চিমি দেশগুলি ইজরায়েলের জন্য চোখের জল ফেলছে। উল্লেখ্য, ৭ অক্টোবর ভোরে গাজা থেকে ইজরায়েল ভূখণ্ডে হামলার পরে প্রথম হামাসের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ইরান। এবার পশ্চিম এশিয়ার আর এক দেশকে প্রকাশ্যে পাশে পেল প্যালেস্টিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। শুধু তাই নয়, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অন্যতম সদস্য তুরস্ক। তাদের তরফে এভাবে সরাসরি হামাসের দাঁড়ানোয় অস্বস্তিতে পশ্চিমি শিবির।

আরও পড়ুন- মণিপুর নিয়ে মৌন থাকার খেসারত, অশান্তির আঁচ পেয়ে মিজোরামে সভা বাতিল প্রধানমন্ত্রীর

Latest article