‘এক দেশ এক ভোট’ দূরঅস্ত্‌ মানল কমিশন

Must read

প্রতিবেদন : এক দেশ, এক ভোট নিয়ে মোদি সরকার যতই বাজার গরম করুক, ২০২৯ সালের আগে লোকসভা নির্বাচন ও সব রাজ্যের বিধানসভা নির্বাচন একত্রে হওয়া আদৌ সম্ভব নয়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে সাফ জানিয়ে দিল জাতীয় আইন কমিশন (Law Commission)। কমিশনের দেওয়া রোডম্যাপ অনুযায়ী, একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন করতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন থেকে শুরু করে অন্যান্য পরিবর্তন হবে। যা তাড়াহুড়ো করে হওয়া অসম্ভব। যদিও আইন কমিশনের এই আপত্তির পরেও কেন্দ্রীয় আইন মন্ত্রক লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশে রামনাথ কোবিন্দের নেতৃত্বে ওয়ান নেশন, ওয়ান ইলেকশন অন হাই লেভেল কমিটি (এইচএলসি) লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন একসঙ্গে করার সম্ভাবনা এবং তার বিভিন্ন দিক বিবেচনা করবে। এই আবহে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রের কমিটির হাতে তুলে দিতে পারে আইন কমিশন। আইন মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে আইন কমিশন (Law Commission) একসঙ্গে নির্বাচন করার সমস্ত দিক তুলে ধরেছে। প্রথম বৈঠকেই রাজনৈতিক দলগুলির থেকে মতামত চেয়েছিল উচ্চপর্যায়ের কমিটি।

আরও পড়ুন- হামাস জঙ্গি নয়, প্যালেস্টাইনের স্বাধীনতার লক্ষ্যে লড়ছে, বললেন তুরস্কের প্রেসিডেন্ট

Latest article