সংবাদদাতা, কালিয়াচক : ফের বিএসএফের গুলিতে হল মর্মান্তিক মৃত্যু। এবার ঘটনাস্থল কালিয়াচকের নওদা বিওপি এলাকা। নিহতের নাম ইব্রাহিম। চব্বিশ বছরের তরতাজা যুবক। অনুপ্রবেশকারী সন্দেহে বিএসএফের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ। সীমান্ত এলাকায় এমন ঘটনা নতুন নয়। সীমান্ত লাগোয়া বাসিন্দারা রীতিমতো আতঙ্কে দিন কাটাছেন। এই প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন, ‘অনুপ্রবেশকারী সন্দেহে বিএসএফের গুলিতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এতে প্রমাণ হচ্ছে সীমান্তরক্ষীদের উদাসীনতা। অনুপ্রবেশের অজুহাত দিয়েই কেন্দ্র সীমান্ত বৃদ্ধি করেছে। আর সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে বিএসএফের অত্যাচার।’ কালিয়াচকে ঠিক কী ঘটেছিল?
আরও পড়ুন : দুর্গাপুরে সিনার্জিতে ব্যাপক সাড়া শিল্পপতিদের দক্ষিণবঙ্গে ৩০ হাজার কর্মসংস্থান
মঙ্গলবার গভীররাতে নওদা বিওপিতে মোতায়েন বিএসএফ জওয়ানরা দেখতে পান সীমান্তের এপারে ১৫-২০ জন কাঁটাতারের বেড়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য করে বিএসএফ নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। বাকিরা পালিয়ে বাঁচলেও পালাতে পারেনি ইব্রাহিম। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে তাঁর দেহ। প্রশ্ন উঠছে পাচারকারীর প্রমাণ না পেয়ে কেন নির্বিচারে গুলি চালাল বিএসএফ? তাদের সাফাই ওই যুবকেদের কাছে ছিল অনেকগুলি কাফ সিরাপের বোতল।