সীমান্তে বাংলাদেশি টাকা-সহ গ্রেফতার সিপিম নেতা

শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পায় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ন। এরপরই হাকিমপুর চেকপোস্টে তল্লাশিতে নামেন তারা।

Must read

সীমান্তে বিএসএফ (BSF) বাংলাদেশের (Bangladesh) কয়েক লক্ষ টাকা-সহ সিপিএমের (CPIM) এক নেতাকে গ্রেফতার করল । জানা যাচ্ছে, ধৃত সিপিএম নেতার নাম শহিদুল ইসলাম। তাঁর কাছ থেকে বাংলাদেশের ৩ লক্ষ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে অভিযুক্তকে সীমান্তরক্ষী বাহিনী ধরে। গত পঞ্চায়েত ভোটে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন শহিদুল। ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। তার আগে সিপিএম নেতার কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার বেশ ইঙ্গিতপূর্ণ এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-বাংলায় করোনার নতুন প্রজাতি, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০

ধৃত সিপিএম নেতার সঙ্গে আন্তর্জাতিক কোন পাচার চক্রের যোগ আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পায় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ন। এরপরই হাকিমপুর চেকপোস্টে তল্লাশিতে নামেন তারা। সিপিএম নেতা শহিদুলের বাড়ি স্বরূপনগরেরর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকায়। এদিন বাইক-সহ ওই নেতাকে আটক করে তল্লাশি চালানো হয় এবং তারপরেই উদ্ধার হয় বাংলাদেশের ৩ লাখ ৬০ হাজার টাকা।

Latest article