সংবাদদাতা, দিনহাটা : কখনও দিনমজুর আবার কখনও ইটভাটার শ্রমিকের কাজ করে কোনওরকমে জীবিকা নির্বাহ করতেন এই প্রান্তিক গ্রামের বাসিন্দা প্রকাশ বর্মন। এক মেয়ে, এক ছেলে এবং স্ত্রী নিয়েই ছিল তাঁর সংসার। কিন্তু বিএসএফ কেড়ে নিল তাঁর প্রাণ।
আরও পড়ুন-Buxa: বক্সায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ব্ল্যাক প্যান্থার
অনাথ হয়ে গেল পরিবার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস গ্রাম পঞ্চায়েত সদস্য কোহিনুর খাতুন প্রামাণিকের। শুক্রবার ভোররাতে কোচবিহার জেলার সিতাই থানার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের সাত ভাণ্ডারি বিএসএফ ক্যাম্প এলাকায় গরু পাচার করার অভিযোগে মৃত্যু হয় ৩ জনের। সেখানে হ্যান্ড গ্রেনেড এবং গুলি চালানোর অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।
আরও পড়ুন-Manipur Terrorism: মণিপুরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তাঁদের মধ্যে একজন নাম প্রকাশ বর্মন (৩৫)। তিনি সিতাই থানার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের ৮৫ নম্বর পার্টের মধ্য চামটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ। চামটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েন মৃত প্রকাশ বর্মনের আত্মীয়-পরিজনরা।
এদিন প্রকাশ বর্মনের মা অনিতা বর্মন বলেন, ‘‘বিএসএফের গুলিতে আমার নির্দোষ ছেলের মৃত্যু হয়েছে।’’ এ বিষয়ে চামটা গ্রাম পঞ্চায়েত সদস্য কোহিনুর খাতুন প্রামাণিক জানান, ‘‘বিএসএফের ৫০ কিলোমিটার এক্তিয়ার বৃদ্ধির বিষয় নিয়ে আমরা আতঙ্কিত রয়েছি। প্রকাশ বর্মন নিতান্তই সৎ এবং ভদ্র মানুষ ছিলেন। এই ঘটনায় আমরা শোকাহত। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যদিয়ে এই অসহায় পরিবারের আমরা পাশে দাঁড়াব।’’