প্রতিবেদন : আবার গুলি করে মানুষ খুন করল বিএসএফ। মিথ্যে দোষ চাপিয়ে কোচবিহারের দিনহাটায় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি করে মারল ২৬ বছরের যুবক প্রেম বর্মনকে। ঘটনাটি ঘটেছে গিতালদহ-২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধা গ্রামে। শনিবার ভোরে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় মানুষের প্রশ্ন, এভাবে নিরীহ মানুষকে খুন করার অধিকার কে দিয়েছে বিএসএফ-কে? তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
আরও পড়ুন-আইসিএমআর-এর গাইডলাইন, রাজ্যেরও নির্দেশিকা
এই মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর মন্তব্য, সাধারণ মানুষকে গুলি করে মারা বিএসএফের একটা অভ্যাসে পরিণত হয়েছে। লক্ষণীয়, গুলি চালিয়ে খুন করার নেপথ্যে অজুহাত খাড়া করায় কোনও জুড়ি নেই সীমান্তরক্ষী বাহিনীর। এই ঘটনাতেও তারা গল্প সাজিয়েছে, গরু পাচার করতে গিয়ে বিএসএফের সঙ্গে তর্কাতর্কি-ঝামেলা বাধে প্রেমের। বিএসএফের উপরে হামলা হওয়ায় তারা গুলি চালায়। কিন্তু এই যুক্তি কি আদৌ বিশ্বাসযোগ্য?
আরও পড়ুন-‘পটমঞ্জরী’ নিছক উপন্যাস নয়
সশস্ত্র জওয়ানের উপরে একজন নিরীহ গ্রামবাসীর পক্ষে হামলা চালানো সম্ভব? উদয়ন গুহর প্রশ্ন, যদি ওই যুবক গরু পাচারে যুক্ত থাকে তা হলে বিএসএফ তাঁকে গ্রেফতার না করে গুলি করল কেন? মৃত প্রেমের কাকা কার্তিক বর্মন জানিয়েছেন, বেঙ্গালুরুতে কাজ করতেন ভাইপো। ১০-১২ দিন আগে গ্রামে ফিরে দিনমজুরির কাজ শুরু করেন প্রেম। তাঁর বাবা শিবেন বর্মনের কথায়, ছেলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ সম্পূর্ণ সাজানো। আমার ছেলে তামাক খেত দেখতে গিয়েছিল। তখনই তাকে বিনা অপরাধে নৃশংসভাবে গুলি করে খুন করে বিএসএফ। ছেলের মৃতদেহও দেখতে দেওয়া হয়নি আমাদের পরিবারকে। হত্যাকারীদের কঠোরতম শাস্তি দাবি করেছেন শিবেন বর্মন। মন্ত্রী উদয়ন গুহ প্রশ্ন তুলেছেন, বিএসএফ দেশ রক্ষা করবে, নাকি নিরীহ মানুষকে গুলি করে মারবে? তাঁর সাফ কথা, কেন্দ্রের উচিত অবিলম্বে এদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। তা না হলে অশান্ত হয়ে উঠবেন সীমান্তবর্তী এলাকার মানুষ।