প্রতিবেদন : আজ কলকাতা পুরসভায় পেশ হবে আসন্ন অর্থবর্ষের পুরবাজেট। কয়েকদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রাজ্যের মানুষের জন্য ঐতিহাসিক বাজেট পাশ হয়েছে। এবার শহর কলকাতার মানুষের কল্যাণে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য জনমোহিনী বাজেট পেশ হবে পুরভবনে। উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন তথা সাংসদ মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ বিভিন্ন বিভাগের মেয়র পারিষদ ও শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
আরও পড়ুন-ভারতীয়দের ওপর হামলা, মৃত্যু নিয়ে কড়া হুঁশিয়ারি দিল বাইডেন প্রশাসন
আসন্ন অর্থবর্ষের এই পুরবাজেট নিয়ে মেয়র পারিষদরা যথেষ্ট আশাবাদী। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, রাজ্য বাজেটের মতোই কলকাতার মানুষের জন্য ঐতিহাসিক ও জনমোহিনী বাজেট পেশ হতে চলেছে পুরসভায়। সূত্রে খবর, আগের অর্থবর্ষের থেকেও ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা পুরসভার আয় বেড়েছে প্রায় ১০০ কোটি টাকারও বেশি। বিভিন্ন খাতে বাজে খরচ কমানোর ফলেই এই রেকর্ড পরিমাণ আয় বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সম্পত্তিকর, বিল্ডিং, পার্কিং, লাইসেন্স, বিজ্ঞাপন-সহ বিভিন্ন বিভাগ থেকে রাজস্ব আদায়ের ফলে কলকাতা পুরসভার আয় হয়েছিল ১৫৩৬ কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে একই সময়কালে পুরসভার আয় হয়েছে ১৬৩৯ কোটি টাকা। পাশাপাশি, বিভিন্ন অপ্রয়োজনীয় খাতের খরচেও লাগাম দেওয়া গিয়েছে। এভাবেই বাজে খরচ কমানোর ধারাবাহিকতা বজায় রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে পুর কর্তৃপক্ষ। অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে প্রায় ১৪৫ কোটি টাকার ঘাটতি ছিল। শনিবারের বাজেটেও এই ঘাটতি একই রাখার প্রস্তাব থাকতে পারে।