শিলিগুড়ির নিরাপত্তায় বুলেট

শিলিগুড়ি থানার কন্ট্রোল রুমে এই ক্যামেরাগুলির উপরে সবসময় নজরদারির জন্য রয়েছে একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ কর্মী।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা শিলিগুড়িকে। থাকছে বুলেট ক্যামেরা। বাগডোগরা বিহার মোড় থেকে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যা পর্যন্ত নতুন করে ৮৮টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে শিলিগুড়ি পুলিশ। এর মধ্যে রয়েছে ২৩টি পিটুজেড ক্যামেরা। যা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে। বাকিগুলি বুলেট ক্যামেরা বসানো হয়েছে।

আরও পড়ুন-প্রতি রবিবার বন্ধ জল্পেশ মন্দির

বৃহস্পতিবার ছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ১১তম প্রতিষ্ঠাদিবস। এই প্রতিষ্ঠাদিবসেই শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা ক্যামেরাগুলির ইনস্টলেশন করেন। শিলিগুড়ি শহরে ও আগে থেকে রয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরা। পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, শিলিগুড়ি বাগডোগরা বিহার মোড়, ফাঁসিদেওয়া মোড়, মেডিক্যাল মোড় সহ নৌকাঘাটের রাস্তা থেকে উত্তরকন্যা পর্যন্ত ক্যামেরা বসানো আছে। শিলিগুড়ি থানার কন্ট্রোল রুমে এই ক্যামেরাগুলির উপরে সবসময় নজরদারির জন্য রয়েছে একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ কর্মী। যেকোনওরকম অপরাধমূলক ঘটনা বা দুর্ঘটনা ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে শিলিগুড়ি পুলিশের।।

Latest article