নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : আশঙ্কার যে চোরাস্রোত বইছিল, সেটাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে! বোর্ড সূত্রের খবর, চোটের কারণে টি-২০ বিশ্বকাপে নেই জসপ্রীত বুমরা (Cricketer Jasprit Bumrah)। যা ভারতীয় শিবিরের কাছে বিশাল বড় ধাক্কা। রবীন্দ্র জাদেজা আগেই ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপ থেকে। এবার সেই তালিকায় নাম যোগ হতে চলেছে বুমরারও।
বৃহস্পতিবার এই প্রসঙ্গে এক শীর্ষস্থানীয় বোর্ড কর্তা জানিয়েছেন, ‘‘টি-২০ বিশ্বকাপে বুমরার পক্ষে কোনও ভাবেই খেলা সম্ভব নয়। ওর পিঠের চোট অত্যন্ত গুরুতর। পুরপুরি ফিট হয়ে উঠতে বুমরার অন্তত ছ’মাস সময় লাগবে।’’ প্রসঙ্গত, এই চোটের জন্যই এশিয়া কাপে খেলতে পারেননি বুমরা। তবে ফিট হয়ে মাঠে ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচ খেলেছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ফের বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, সকালে প্র্যাকটিসের সময় পিঠে যন্ত্রণার কথা জানিয়েছেন বুমরা। তখনই সুনীল গাভাসকর উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘‘বুমরার (Cricketer Jasprit Bumrah) চোটটা না মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।’’
আরও পড়ুন-বৃহত্তম সাইবার হানার শিকার অস্ট্রেলিয়া
ওই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, ‘‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাকে পাঠানো হয়েছে। টি-২০ বিশ্বকাপে ওকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি। কিন্তু বুমরার বয়স কম। সামনে লম্বা কেরিয়ার পরে আছে। তাই কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়।’’ বুমরা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যেতে না পারলে, তাঁর বিকল্প হিসেবে কে বিশ্বকাপ খেলবেন? এখানে প্রবল ভাবে নাম উঠে আসছে মহম্মদ শামির। সদ্য কোভিডমুক্ত হয়েছেন শামি। বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে নাম রয়েছে তাঁর। পাশাপাশি নাম ভাসছে দীপক চাহার এবং মহম্মদ সিরাজেরও। বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় নাম রয়েছে চাহারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেও দারুণ বোলিং করেছেন তিনি। অন্যদিকে, কাউন্টি ক্রিকেটে ভাল ফর্মে রয়েছেন সিরাজ।
দৌড়ে রয়েছেন আরেক অভিজ্ঞ পেসার উমেশ যাদবও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে শামির বিকল্প হিসেবে রয়েছেন উমেশ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁডে়, সেটাই দেখার। এদিকে, শুধু বুমরা বা জাদেজা নন। গত দু’বছরে চোটের কবলে পড়েছেন নেই নেই করে ৯ জন ভারতীয় বোলার! শুরু হয়েছিল দীপক চাহারকে দিয়ে। এরপর টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, তালিকাটা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে।