বৃহত্তম সাইবার হানার শিকার অস্ট্রেলিয়া

বিশেষজ্ঞদের দাবি, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা। অপটাস সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান

Must read

প্রতিবেদন : দেশের ইতিহাসে বৃহত্তম সাইবার হানার শিকার হল অস্ট্রেলিয়া। হ্যাকিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রায় এক কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করে নেওয়া হয়েছে বলে খবর। বিষয়টি গত সপ্তাহেই জানতে পারে অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন ক্ষেত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান অপটাস।

আরও পড়ুন-পুজোয় টানের আশঙ্কা পদ্মে

জানা গিয়েছে, এই বৃহত্তম সাইবার হানায় অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ লোকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা। অপটাস সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান। সাইবার হামলার পর সংস্থা জানিয়েছে, নেটওয়ার্কে সন্দেহভাজন কার্যক্রমের বিষয়টি তাদের নজরে পড়েছে। অপটাস স্বীকার করে নিয়েছে যে, তাদের প্রাক্তন ও বর্তমান গ্রাহকদের ডেটা চুরি হয়েছে। একই সঙ্গে সংস্থার দাবি, গ্রাহকদের পেমেন্ট বিষয়ক তথ্য ও অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক হয়নি। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন অপটাসের প্রধান নির্বাহী কেলি বায়ের রোজমারিন। তবে তাঁর দাবি, সংস্থার সাইবার নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। অস্ট্রেলিয়া সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দেশের বাইরে থেকে এই হ্যাকিং করা হয়েছে।

Latest article