বর্ধমান পুরসভার ২৬৫ কোটির উদ্বৃত্ত বাজেট পেশ, প্রতি বছর তিনজনকে ‘সেরা বর্ধমানিয়া’ সম্মান

আগামী বছরে এই আয়ের পরিমাণ বাড়াতে বেশ কিছু নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়ি নির্মাণ।

Must read

সংবাদদাতা, বর্ধমান : বর্ধমান পুরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ২৬৫ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট পেশ হল শুক্রবার। পুর কাউন্সিলরদের কাছে বাজেট অনুমোদনের পর সাংবাদিক বৈঠকে পুরপ্রধান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, গত এক বছরে বর্ধমান পুরসভা সমস্ত খরচ বাঁচিয়ে প্রায় সাত কোটি টাকা আয় করেছে। আগামী বছরে এই আয়ের পরিমাণ বাড়াতে বেশ কিছু নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়ি নির্মাণ।

আরও পড়ুন-শ্রোতাদের বন্ধু

জানিয়েছেন, বর্ধমান পুরসভার সিংহভাগ রাস্তাকে পেভার্স ব্লকে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। ডাম্পিং গ্রাউন্ড পাঁচিলে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বর্ধমানের টাউন হলের সংস্কার, পুরী, দিঘা এবং বেনারসে হলিডে হোম চালুর কথাও জানান পুরপ্রধান। কলকাতার পর বর্ধমান পুরসভা সমাজের তিনজন নাগরিককে প্রতিবছর ‘সেরা বর্ধমানিয়া’ শিরোপা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরকর্মীদেরও উত্সাহ দিতে তিনজনকে প্রতিবছর সম্মান প্রদান করা হবে। এরই সঙ্গে নাটক, কবি-সাহিত্যিকদের উত্সাহ বাড়াতে এবং সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরিতে নাট্যোত্সব, সেমিনার প্রভৃতি নিয়মিত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান উন্নয়ন সংস্থা বা বিডিএ-র কাছ থেকে ৪ কোটি ১৬ লক্ষ ১ হাজার ৬০০ টাকা, বিএসএনএলের কাছ থেকে ৬১ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা, জেলা পুলিশ সুপারের অফিসের কাছে ১ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ২৯৯ টাকা এবং বিদ্যুৎ দফতরের কাছে ৭৭ লক্ষ ৫ হাজার ২০০ টাকা বকেয়া। পুরসভা নোটিশ পাঠিয়েছে। সাংবাদিক বৈঠকে ছিলেন বিধায়ক খোকন দাস।

Latest article