প্রতিবেদন : আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য পূরণের পর এবার ওই প্রকল্পে অনিয়মের শিকড় খুঁজতে তত্পর হচ্ছে রাজ্য। কেন ওই প্রকল্প নিয়ে জেলায় জেলায় এত অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে চায় নবান্ন। শুধু রাজনৈতিক নেতারা নন, সরকারি আমলা ও দফতরের কর্মীদের ভূমিকাও আতশকাচের নিচে আসতে চলেছে বলে খবর নবান্ন সূত্রে।
আরও পড়ুন-অমিতের সফর বাতিল বেকায়দায় বঙ্গ বিজেপি
আবাস যোজনা প্রকল্পের তালিকা নিয়ে জেলায় জেলায় অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্য সরকার নিচ থেকে ওপরতলা পর্যন্ত অভিযোগ নিরসনের পরিকাঠামো তৈরি করে। প্রত্যেকটি গ্রাম ধরে ধরে প্রকল্পের কাজ খতিয়ে দেখার জন্য দল গঠন করা হয়। তৈরি করা হয় কন্ট্রোল রুম। সরকারি সূত্রের খবর, এই ব্যবস্থাপনার মধ্যে দিয়েই একাধিক রাজনৈতিক নেতার পাশাপাশি অভিযোগ এসেছে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, ৮৭ জন আধিকারিক ও সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।
আরও পড়ুন-সিকিমে তুষারপাত, শহরে পড়বে জাঁকিয়ে শীত
এর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো একাধিক জেলায় আবাস যোজনার বহু বাড়ি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে নবান্নের কাছে খবর রয়েছে। যাঁরা প্রকল্পের টাকা নিয়েও খরচ করেননি তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা করা হবে। ওই টাকা উদ্ধারের জন্যও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।