হলদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

Must read

সকালেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia Bus Accident) দুর্ঘটনার কবলে যাত্রিবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ভবানীপুর থানার চকদ্বীপার কাছে প্রচণ্ড গতিতে ডিভাইডারে ধাক্কা মারতেই রাস্তার পাশের একটি গভীর পুকুরে উল্টে যায়। ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে ৪০। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে ভবানীপুর থানার পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। ইতিমধ্যেই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে বাসটিতে (Haldia Bus Accident) কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কবলে পড়ে কমবেশি প্রায় সব যাত্রীই জখম হয়েছেন। যাত্রীদের মধ্যে ৫ জন মহিলা ও ৪ জন শিশু গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, হলদিয়া থেকে যাত্রীবোঝাই বাসটি কুকড়াহাটি দিকে অগ্রসর হচ্ছিল। মাঝপথে চকদ্বীপার কাছে তা নিয়ন্ত্রণ হারায়। প্রথমে স্থানীয় একটি পুজোর গেটে ধাক্কা দেয় বাসটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে তা কটি ডিভাইডারে ধাক্কা মারতেই হুড়মুড়িয়ে পড়ে যায় পাশের পুকুরে।

আরও পড়ুন-হারানো চাকরি ফেরানোর দাবিতে শিক্ষকদের বিধানসভা অভিযান, পাশবিক বিজেপি পুলিশ

Latest article