মেক্সিকোয় ১৩১ ফুট গভীর খাদে বাস, ভারতীয় সহ মৃত ১৮

ভারতীয় ছাড়া, ডমিনিকান রিপাবলিক এবং আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক ছিল বাসটিতে। প্রায় ৪২ জন যাত্রী ছিল বাসে।

Must read

পশ্চিম মেক্সিকোতে (West Mexico) যাত্রীবাহী একটি বাস হাইওয়ে থেকে খাদে পড়ে গেল। এই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয়-সহ প্রায় ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়ে জানিয়েছে, যাত্রীদের বেশিরভাগই বিদেশি। ভারতীয় ছাড়া, ডমিনিকান রিপাবলিক এবং আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক ছিল বাসটিতে। প্রায় ৪২ জন যাত্রী ছিল বাসে। জানা যাচ্ছে, বাসটিতে অন্তত ৬ জন ভারতীয় নাগরিক ছিলেন।

আরও পড়ুন-গৌরীকুণ্ডে ভয়াবহ ধস, বন্ধ কেদারনাথ যাত্রা

বৃহস্পতিবার বিকেলে বাসটি মেক্সিকোর উত্তরের শহর টিজুয়ানায় যাচ্ছিল। মনে করা হচ্ছে,বাসের বিদেশি যাত্রীরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছিলেন। টেপিক শহরের বাইরে বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন-এনসিসি ট্রেনিং এর নামে বেধড়ক মার, ভাইরাল ভিডিও

নায়ারিত রাজ্য সরকার এই মর্মে জানিয়েছে, বাসটির চালককে আটক করা হয়েছে। বাঁক ঘোরার সময় রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় বাসটি। প্রায় ৪০ মিটার বা ১৩১ ফুট গভীর গিরিখাতে বাসটি পড়ে গিয়েছিল। এর ফলে হতাহতদের উদ্ধার করা খুব সহজ হয়নি। মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। মৃতদের মধ্যে ৩ জন শিশু ছিল বলে জানা গিয়েছে। প্রায় ২০ জন কম-বেশি আহত হয়েছেন। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

Latest article