‘বাসবাড়ি’ চমকে দিচ্ছে যাত্রীদের!

Must read

অনুরাধা রায়: মাঠের মাঝে দাঁড়িয়ে আছে বাস! একটু এগিয়ে এলে দেখা যাচ্ছে বাসটি বোলপুর সিউড়ি রুটের। কিন্তু বাসে উঠতে গিয়েই চক্ষুচড়কগাছ! বীরভূমের পাঁড়ুইয়ে এমন ভুল করেছেন অনেকেই। কারণ, এত বাস নয়, আস্ত একটা বাড়ি। অবিকল বাসের মত দেখতে। রঙ, আকার, নিখুঁত করে লেখা রুটের নামও। শুধু তাই নয়, বাসের ছাদে লেখা রয়েছে রিজার্ভের জন্য যোগাযোগ করুন। দেওয়া আছে মোবাইল নম্বরও।

আরও পড়ুন-বঙ্গরাজনীতিতে নারীশক্তি

এমন বাড়ির ভাবনা কার?
শিল্পী উদয় দাস। বীরভূমের পাঁড়ুইয়ের ধানাই গ্রামের বাসিন্দা। নিজের বসত বাড়িটি এমন অভিনব ভাবনায় তৈরি করেছেন তিনি। দিন দশেক আগেই সম্পন্ন হয়েছে কাজ বলে জানালেন তিনি। বাস বাড়ির নাম দিয়েছেন, ‘মা লক্ষ্মী ট্রাভেলেস’। বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৩ লক্ষ টাকা। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েই বাড়িটি তৈরি করেছেন উদয়বাবু।

আরও পড়ুন-খেলা হবে: লোকসভায় আওয়াজ তুললেন অভিষেক, সঙ্গে তৃণমূল-সহ বিরোধী সাংসদরা

এমন ভাবনা এল কীভাবে?
শিল্পী বলেন, ‘মাটি, সিমেন্ট দিয়ে মূর্তি তৈরি করা আমার কাজ। নেশাও। নতুন কিছু তৈরির চিন্তা সবসময়ই মাথার মধ্যে ঘুরপাক খায়। ভাবলাম নিজের বসত বাড়িটার আদল এমন করি যাতে সবাই চমকে যান। করোনা পরিস্থিতিতে লকডাউন, বাস ট্রেন বন্ধ। তাই বাসের কথা মাথায় এল। ’ কথা শেষ করেই একগাল হাসলেন রসিক শিল্পী। এই বাসবাড়ি নিয়ে এলাকার মানুষও বেশ উৎসাহী। আট থেকে আশি বিকেল হলেই প্রায় ভিড় করেন বাসবাড়ির সামনে। বাড়ির ভিতরে বসার জায়গা কিছুটা বাসের সিটের মত। অনেকে একসঙ্গে বসতেও পারবেন। বিনা টিকিটে এই ‘বাস’-এর সওয়ারিও হয়েছেন অনেকে। পাশের এলাকা থেকে বাসবাড়ি দেখতেও আসছেন অনেকে। চড়েওছেন বাসে। গন্তব্যে না পৌঁছলেও এই বাস যে শিল্প তালিকায় জায়গা করে নেবে এমনটা আশা করাই যায়।

Latest article