বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধাঁচে বিজনেস হাব তৈরি হবে নিউটাউনে

মঙ্গলবার হিডকো চেয়ারম্যান তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরোহিত্যে হিডকোর বোর্ড বৈঠকে এই হাবের অনুমোদন পাশ হয়েছে

Must read

প্রতিবেদন : ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই নিউটাউনের বুকে তৈরি হতে চলেছে বিজনেস হাব। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি-র ৪ একর জমিতে, ২১৯ কোটি টাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আদলে হবে এই বিজনেস হাব। মঙ্গলবার হিডকো চেয়ারম্যান তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরোহিত্যে হিডকোর বোর্ড বৈঠকে এই হাবের অনুমোদন পাশ হয়েছে।

আরও পড়ুন-পঞ্চায়েতের উদ্যোগে সমুদ্রসৈকতে হল রাস্তা, গেস্ট হাউস

বৈঠক শেষে ফিরহাদ জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতোই হবে এই হাব। ৩৮তলা ভবনে একাধিক অত্যাধুনিক কনফারেন্স হল থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি অফিস, ব্যাঙ্ক, আর্বিট্রেশন সেন্টার থাকবে। পরিবেশবান্ধব এই বহুতল গড়তে সময় লাগবে চার বছর। খরচ ২১৯ কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত নভেম্বরে ধনধান্য অডিটোরিয়ামে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এটি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তার দু’মাসের মধ্যেই হিডকোর বৈঠকে পাশ হয়ে গেল অনুমোদন।

Latest article