আমি কিন্তু ক্রিজের ভিতরেই আছি : বাটলার

Must read

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি : ‘‘আমি কিন্তু ক্রিজের ভিতরেই আছি!” নিলামে রবিচন্দ্রন অশ্বিনকে পাঁচ কোটিতে রাজস্থান রয়্যালস তুলে নেওয়ার পর এটাই প্রথম প্রতিক্রিয়া জস বাটলারের (Butler)।

দু’জনের লড়াই সুবিদিত। ২০১৯-এ অশ্বিন ছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। বাটলার রাজস্থানেই। তিন বছর আগে এই দু’দলের ম্যাচে বিতর্কিত সেই ঘটনা ঘটেছিল। বল করতে গিয়ে অশ্বিন দেখেন নন স্ট্রাইকার এন্ড-এ দাঁড়ানো বাটলার বল ডেলিভারি হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। অশ্বিন কোনও সতর্ক না করেই বেল ফেলে বাটলারকে ‘মাকরিও আউট’ করে দেন। এরপর তুমুল বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু অশ্বিন দাবি করেছিলেন, তিনি কোনও ভুল করেননি। ভবিষ্যতে এমন হলে আবার এভাবেই আউট করবেন।

আরও পড়ুন – ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি

দু’জনের সম্পর্ক এরপর তিক্ততার মধ্যে থাকলেও এবার তা মধুরেণ সমাপয়েতের দিকে পা রাখল। শোনা যাচ্ছে অশ্বিনের দিকে হাত বাড়ানোর আগে রাজস্থান কর্তারা বাটলারের (Butler) সঙ্গে কথা বলে নিয়েছিলেন। এরপর বাটলার এদিন সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজস্থান রয়্যালসের ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও বার্তায় বাটলারকে বলতে দেখা গেল, ‘‘হেই অ্যাশ, চিন্তা কোরো না, আমি ক্রিজের ভিতরেই আছি। তোমাকে গোলাপি জার্সিতে দেখার অপেক্ষায় আছি। একসঙ্গে ড্রেসিংরুমে কাটাব ভেবেও ভাল লাগছে।” এর আগে অশ্বিনও বাটলারের দিকে সৌহার্দের বার্তা দিয়েছেন। তিনি জানান রাজস্থানের হয়ে আইপিএলে নামার অপেক্ষায় আছেন। সঞ্জু স্যামসনের সঙ্গে দারুণ সম্পর্কের কথাও জানিয়েছেন অশ্বিন।

Latest article