আবু ধাবি, ১৩ ফেব্রুয়ারি : কুড়ি বছর আগে, ২০১২ সালে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ব্রাজিলের করিন্থিয়ানসের কাছে হেরে গিয়েছিল চেলসি। রবিবার রাতে ব্রাজিলেরই আরেক ক্লাবকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ (World Cup) চ্যাম্পিয়ন হল তারা। টানটান উত্তেজনার মধ্যে পালমেইরাসকে ২-১ ব্যবধানে হারিয়ে কাপের দখল নিল চেলসি। নির্ধারিত সময়ের খেলা ১-১ থাকার পর, অতিরিক্ত সময়ে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন কাই হাভার্টজ।
আরও পড়ুন – আর্চারকে নিয়ে চমক মুম্বইয়ের
খেলার প্রথমার্ধে কোনও গোল হয়নি। তবে বিরতির পর (৫৪ মিনিটে) রোমেলু লুকাকুর গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু মাত্র ১০ মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেন পালমেইরাসের রাফায়েল ভেগা। পেনাল্টি থেকে তিনি এই গোল করেন। তবে শেষরক্ষা করতে পারেনি ব্রাজিলীয় ক্লাব (World Cup)। ১১৭ মিনিটে পেনাল্টি থেকেই গোল করে চেলসিকে কাপ উপহার দেন হাভার্টজ। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও, ‘ভার’ প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত বদল করেন।