নয়াদিল্লি : টি-২০ বিশ্বকাপে ভারতীয় (India) দলের ভরাডুবির পরেও হতাশ নন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বরং বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) রীতিমতো জোর দিয়ে বলছেন, ‘‘এই দলটাই আগামী এক বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে।’’ একই সঙ্গে সৌরভ আরও জানিয়ে দিলেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।
আরও পড়ুন-Ravi Shastri: যতদিন খেলা দেখব, ভারতকে সমর্থন করব
রবিবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সৌরভকে (Sourav Ganguly) প্রশ্ন করেছিল, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি হিসেবে এনসিএ-র দায়িত্ব কি লক্ষ্মণ নিচ্ছেন? সৌরভের সংক্ষিপ্ত জবাব ছিল, ‘হ্যাঁ।’’ বোর্ড সূত্রের খবর, লক্ষ্মণকে এনসিএ-র দায়িত্ব নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন সৌরভ এবং বোর্ড সচিব জয় শাহ (Joy Shah)। শুরুতে নিমরাজি থাকলেও, শেষ পর্যন্ত লক্ষ্মণ রাজি হয়ে গিয়েছেন। খুব দ্রুতই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে বোর্ড ঘোষণা করে দেবে।
আরও পড়ুন-East Bengal: মুম্বইকে রুখে দিল ইস্টবেঙ্গল
এদিকে, টি-২০ বিশ্বকাপে (T 20 World Cup) ব্যর্থতা নিয়ে সৌরভের মন্তব্য, ‘‘ভারতীয় দলের ওপর প্রচণ্ড প্রত্যাশার চাপ ছিল। আমি খুশি যে, অধিকাংশ ক্রিকেটপ্রেমীই বিশ্বকাপের ব্যর্থতাকে খোলা মনে গ্রহণ করেছেন। ওঁরা অবশ্যই হতাশ হয়েছেন। কিন্তু নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রেখেছেন। দিনের শেষে এটাও তো সবাইকে বুঝতে হবে, বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরা, সামিরাও মানুষ। কোনও যন্ত্র নয়।’’
সৌরভ আরও বলেন, ‘‘ভারতীয় দল গত কয়েক বছরে সব ধরনের ফরম্যাটে ধারাবাহিকতা দেখিয়েছে। আমি নিশ্চিত, এই দলটাই আগামী এক বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে। এমনকী, কাপও জিতবে।’’
আরও পড়ুন-Mohun Bagan: ভুল শুধরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন প্রীতমদের
এদিকে, শনিবার (Saturday) শারজার (Sharjah) আন্তর্জাতিক বইমেলায় গিয়েছিলেন সৌরভ। সেখানে তিনি মজা করে বলেন, রাহুল দ্রাবিড়ের ছেলের অনুরোধেই তিনি তাঁকে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সৌরভের রসিকতা, ‘‘রাহুলের ছেলে আমাকে ফোন করে বলেছিল, বাবা অসম্ভব কড়া। তাই বাবাকে বাড়ি থেকে দূরে সরিয়ে নাও। এর পরেই আমি রাহুলকে ফোন করে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিই।’’
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ প্রসঙ্গে সৌরভের বক্তব্য, “এটা আমার কিংবা রামিজ রাজার হাতে নেই। পুরোপুরি নির্ভর করছে দু’দেশের সরকারের উপরে।”
আরও পড়ুন-Children’s Day: জহরলাল নেহেরুর জন্মশতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য