সোমনাথ বিশ্বাস : ‘‘আমি শুধু প্রার্থী। মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর উন্নয়নকে দেখে।” এমনটাই জানালেন কলকাতা পুরসভার ১৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফরিদা পারভিন। নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ফরিদা পারভিন বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৩৮ নম্বর ওয়ার্ডে আমাকে প্রার্থী করার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তবে এটুকু বলতে পারি, ওঁরা যে গুরুদায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে এলে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।”
আরও পড়ুন-মহানগরীতে পুরনির্বাচনের প্রচারে প্রথম রবিবার জনসংযোগে ঝড় তুলল তৃণমূল
প্রথমবার ভোটে দাঁড়িয়ে কি একটু নার্ভাস? ফরিদা পারভিন সেই তথ্য একেবারে উড়িয়ে দিয়ে বললেন, ‘‘নার্ভাস হব কেন? মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। লড়াইয়ের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় সাহস ও জোর। আর আমি যদি সাহস নিয়ে এগিয়ে যেতে না পারি তাহলে তো কর্মী-সমর্থকরা তো দুর্বল হয়ে পড়বেন।” জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?
১৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জানালেন, ‘‘১০০ শতাংশ আশাবাদী। মানুষ নিশ্চিন্তে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে ভোট দেবেন। আমাদের কাজ শুধু আগামিদিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়া।” সবশেষে ফরিদা পারভিন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে আলাদা একটা শক্তি। সকালবেলায় ঘুম থেকে উঠে দলনেত্রীর মুখ ছবিতে দেখলেও আলাদা এনার্জি আসে। কাজে উদ্যম আসে।