রাজনীতির নতুন পিচে সাফল্যের পথে বিশ্বরূপ

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতির অচেনা পিচে ব্যাট করতে নেমেছেন বিশ্বরূপ দে। আসন্ন পুরভোটে ৪৮ নম্বর ওয়ার্ডে তিনিই তৃণমূল প্রার্থী।

Must read

প্রতিবেদন : জগমোহন ডালমিয়াকে দেখেই ক্রিকেট প্রশাসনে এসে সাফল্য পেয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতির অচেনা পিচে ব্যাট করতে নেমেছেন বিশ্বরূপ দে। আসন্ন পুরভোটে ৪৮ নম্বর ওয়ার্ডে তিনিই তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন-মানুষ কিন্তু ভোট দেবেন দিদিকে দেখেই : ফরিদা

লোধা কমিশনের রিপোর্টের ভিত্তিতে ক্রিকেট প্রশাসনে আর থাকা হয়নি। এবার ‘জনসেবা’-কে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা পেতে চাইছেন বিশ্বরূপ। ‘জাগো বাংলা’কে বললেন, ‘‘স্পিরিটেড লেডি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার রাজনীতিতে আসা। মুখ্যমন্ত্রীর জনসেবামূলক প্রকল্পের সুফল পুরভোটে আমার এলাকাতেও পাব। কলেজ স্ট্রিট, বউবাজার, আমহার্স্ট স্ট্রিটের এই অঞ্চল আমার নিজের। আমার বাবা ভূপেন্দ্রকুমার দে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

আরও পড়ুন-মহানগরীতে পুরনির্বাচনের প্রচারে প্রথম রবিবার জনসংযোগে ঝড় তুলল তৃণমূল

আর গত দু’বছরে করোনা, আমফানের কঠিন সময়ে যেভাবে এই এলাকায় কাজ করেছি, তার মূল্যায়নের ভিত্তিতেই আশা করি মানুষ আমাকে ভোট দেবেন। এর জন্য ভোটের আগে অনেক প্রচার করে নাম কিনতে চাই না।” তবে ভোটে জিতলে পরবর্তী পরিকল্পনায় অগ্রাধিকার কী হবে, তা আগেভাগেই ছকে ফেলেছেন প্রাক্তন সিএবি কর্তা। বিশ্বরূপ বললেন, ‘‘এলাকার তরুণ-তরুণীদের খেলাধুলোর প্রতি উৎসাহ বাড়ানো ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা পরিষেবায় বিশেষ নজর দিতে চাই।”

Latest article