ম্যাঞ্চেস্টার, ১৬ জুলাই : এতদিনে তিনি বুঝলেন বিরাট কোহলিও মানুষ। তাঁদের মতোই। আর এটা তাঁর কাছে খুব স্বস্তির মনে হচ্ছে যে, অনেকের মতো বিরাটও ব্যর্থ হন। ঠিক আর পাঁচজন যেমন হয়।
ইনি জস বাটলার। ইংল্যান্ডের সদ্য নিযুক্ত ওয়ান ডে অধিনায়ক। তিনি বলছেন, বিরাট যদি বিশ্বের সেরা ওয়ান ডে প্লেয়ার নাও হন, অন্যতম সেরা তো বটেই। লর্ডসে বিরাট ২৫ বলে ১৬ রান করেছেন। এতে একটা জিনিস স্পষ্ট, তাঁর তিন বছরের বহু চর্চিত অফ ফর্ম এখনও দাপটের সঙ্গে চলছে।
বাটলার বলেছেন,”একটা জিনিস জেনে ভাল লাগছে যে, বিরাটও আর পাঁচজনের মতোই। ওরও খারাপ সময় আসে। তবে ও অসাধারণ ব্যাটার। অনেক বছর ধরে রান করছে। ওর রেকর্ড সেকথা বলছে। বিপক্ষ অধিনায়ক হিসেবে একটা জিনিস বুঝতে পারি, বিরাট যে কোনও দিন রানে ফিরবে। শুধু এটাই প্রার্থনা করি যে, ওর রানে ফেরাটা যেন আমাদের বিরুদ্ধে না হয়”।
আরও পড়ুন-মা হলেন শারাপোভা
বিরাটের এই অফ ফর্ম নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তবে বিরাট নিজে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি আবার ম্যাচে ফিরবেন আগস্টের শেষে শ্রীলঙ্কায় এশিয়া কাপে। লম্বা ছুটি কিং কোহলিকে ছন্দে ফিরতে সাহায্য করে কিনা সেটাই এখন দেখার।