মা হলেন শারাপোভা

২০১২ ও ২০১৪ সালে তিনি ফরাসি ওপেন খেতাব জেতেন। তবে কেরিয়ারের শেষদিকে ডোপিং বিতর্কে জড়িয়ে পড়ে নির্বাসিত হয়েছিলেন শারাপোভা।

Must read

লন্ডন, ১৬ জুলাই : মা হলেন প্রাক্তন টেনিস তারকা মারিয়া শারাপোভা। সোশ্যাল মিডিয়ায় সদ্যজাত পুত্র এবং স্বামীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন শারাপোভা নিজেই। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন শারাপোভা নিজের ছেলের নাম রেখেছেন থিওডোর। তিনি লিখেছেন, ‘‘আমাদের ছোট্ট পরিবারে সবথেকে সুন্দর এবং আমূল্য উপহার পেলাম আজ।’’

আরও পড়ুন-‘গত দশক থেকে সামাজিক দায়বদ্ধতার কিছু ক্ষেত্রে একটি আইনগত বাধ্যতামূলক করপোরেট কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে’ জানালেন মলয় ঘটক

তিনি আরও জানিয়েছেন, থিওডোরের জন্ম হয়েছে ১ জুলাই। প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অবসর নেন শারাপোভা। সেই সময় ব্রিটিশ শিল্পপতি আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হন শারাপোভা। এছাড়া ২০০৬ সালে ইউএস ওপেন এবং ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন। ২০১২ ও ২০১৪ সালে তিনি ফরাসি ওপেন খেতাব জেতেন। তবে কেরিয়ারের শেষদিকে ডোপিং বিতর্কে জড়িয়ে পড়ে নির্বাসিত হয়েছিলেন শারাপোভা।

Latest article