দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি মেট্রোর টিকিটের ক্ষেত্রে কিউ আর কোড চালু হচ্ছে।পরীক্ষামূলকভাবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে চালু হয়ে গেল কিউ আর কোড পরিষেবা। এখন থেকে বাড়িতে বসেই কেটে ফেলতে পারবেন টিকিট। মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে বাড়িতে বসে মেট্রোর টিকিট কাটার জন্য আগে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে।
আরও পড়ুন-হলদিয়া মেচেদা রাজ্য সড়কে পথ দুর্ঘটনা, আহত ২৭
সেখানে কোন স্টেশন থেকে কোথায় যেতে চান লিখতে হবে। অনলাইন পেমেন্টের মাধ্যমে কিউ আর কোড আসবে। ঢোকার সময় মেট্রোর গেটে রিডারে কিউ আর কোড ছোঁয়ালেই দরজা খুলে যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিউ আর কোড পরিষেবার সঙ্গে টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবাও চালু থাকবে।
আরও পড়ুন-এপ্রিলেই মুখ্যমন্ত্রীর দিঘা সফর
দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত বিভিন্ন স্টেশনের গেটে প্রযুক্তিগত পরিবর্তনের কাজ শেষ হলেই ব্লু লাইনেও কিউ আর কোড টিকিট পরিষেবা চালু হবে। জানা যাচ্ছে বাংলা নববর্ষ থেকেই চালু হয়ে যাবে ব্লু লাইনে ঘরে বসে টিকিট কাটার সুযোগ। এই টিকিটে ওয়ান টাইম জার্নি করা যাবে।