বছর শেষে দুটি নতুন রাস্তা পেলেন গ্রামবাসীরা

উদ্বোধন হওয়া রাস্তা দুটির মধ্যে অন্যতম হল রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় থেকে গোবরাবিল জুনিয়র হাই স্কুল অবধি ২ কিলোমিটার ৮০০ মিটার দীর্ঘ রাস্তা।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে উন্নয়ন অব্যাহত। বছরের শেষ দিনেও দুটি নতুন রাস্তার উদ্বোধন হল দক্ষিণ দিনাজপুরের প্রত্যান্ত গ্রামে। রবিবার রামচন্দ্রপুর এবং কাঁঠালহাটের দুটি রাস্তার উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২টি রাস্তা তৈরি হয়েছে। ছিলেন বিধায়ক রেখা রায়।

আরও পড়ুন-শহর থেকে তারের জঙ্গল সাফ করতে কড়া নির্দেশ মেয়রের

উদ্বোধন হওয়া রাস্তা দুটির মধ্যে অন্যতম হল রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় থেকে গোবরাবিল জুনিয়র হাই স্কুল অবধি ২ কিলোমিটার ৮০০ মিটার দীর্ঘ রাস্তা। যার জন্য খরচ হয়েছে ৩ কোটি ৫২ লক্ষ ৮৪ হাজার ৬১৬ টাকা। অপর রাস্তাটি হল কাঠালহাট এলাকায় ২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা। যার জন্য খরচ হয়েছে ২ কোটি ৫২ লক্ষ ৫৫ হাজার ৬১৮ টাকা। জানা গেছে রাস্তা দুটির মধ্যে একটি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।

Latest article