শহর থেকে তারের জঙ্গল সাফ করতে কড়া নির্দেশ মেয়রের

তারের জঙ্গল থেকে শহরকে বাঁচাতে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কলকাতা পুরসভা। তারের কুণ্ডলী সাফ করতে বিশেষ বার্তা দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম

Must read

প্রতিবেদন: কলকাতা শহরের আনাচেকানাচে মাকড়শার জালের মতো ছড়িয়ে রয়েছে কেবলের তার। সেই তারের জঙ্গল থেকে শহরকে বাঁচাতে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কলকাতা পুরসভা। তারের কুণ্ডলী সাফ করতে বিশেষ বার্তা দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-দিঘা পুলিশের নয়া উপহার পর্যটকদের নিরাপত্তায় সৈকতে এবার বসছে কিয়স্ক

তিনি বলেন, অনেক জায়গায় তারের জঙ্গল পরিষ্কার করেছে পুরসভা। এখনও এই নিয়ে বহু অভিযোগ পাই আমরা। বিভিন্ন জায়গায় গাছ কিংবা ল্যাম্পপোস্ট থেকে শিকড়ের মতো তার এসে পড়েছে রাস্তায়। ফলে পথচারীদেরও সমস্যার শেষ নেই। বহু এলাকায় তারের জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যায় না আকাশের মুখও। এর মধ্যে কিছু তার এখনও কাজ করে, বাকি তার অকেজো হয়ে ঝুলে রয়েছে। কাজে না লাগলেও সেই তার কেটে ফেলে জায়গা সাফ করায় কোনও ভ্রুক্ষেপ নেই কেবল অপারেটরদের। তাই স্থানীয় বাসিন্দা ও কেবল অপারেটরদের ওই তার নিজেদের দায়িত্বে পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন মেয়র। তিনি জানান, পুরসভার লোক গেলে কিন্তু কোন তার কাজের, কোন তার অকাজের দেখবে না। সব তার কেটে পরিষ্কার করে দেওয়া হবে। এইভাবে তারের জঙ্গলে ঢেকে কলকাতাকে নোংরা করা যাবে না।

Latest article