দিঘা পুলিশের নয়া উপহার পর্যটকদের নিরাপত্তায় সৈকতে এবার বসছে কিয়স্ক

সমুদ্রে কেউ তলিয়ে গেলে পুলিশকে তা দ্রুত জানাতেও পারবেন পর্যটকেরা। দিঘা ও দিঘা কোস্টাল পুলিশের এই উদ্যোগ সাড়া ফেলেছে।

Must read

সংবাদদাতা, দিঘা : বড়দিন বা নববর্ষের মতো উৎসবের দিনে প্রতি বছরই পর্যটকের ভিড় উপচে পড়ে সমুদ্রনগরী দিঘায়। সেইমতোই দিন দিন দিঘায় বাড়ছে পর্যটকদের শীত ও ছুটির সফর। ইভটিজিং থেকে শুরু করে মারামারি বা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্নানে নামার মতো অভিযোগও ওঠে পর্যটকদের একাংশের পক্ষে। এবার দিঘার নিরাপত্তা আরও আঁটসাঁট করতে চলেছে জেলা পুলিশ।

আরও পড়ুন-ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকদুর্গা মন্দিরে পর্যটকের ঢল

দিঘায় খোলা হচ্ছে পুলিশ কিয়স্ক। পর্যটকেরা যাতে দ্রুত তাঁদের অভিযোগ জমা করতে পারেন সেই উদ্দেশ্যে চালু হচ্ছে নতুন পুলিশ কিয়স্ক। নিরাপত্তা সুনিশ্চিত করতে আছে দিঘা ও দিঘা কোস্টাল থানা। কিন্তু সমুদ্রসৈকত থেকে থানার দূরত্ব একটু বেশিই। তাই এবার ওল্ড দিঘার সৈকতাবাসের কাছেই সাগরের পাড়ে খোলা হচ্ছে পুলিশ কিয়স্ক বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘দিঘায় বেশ কিছু ঘটনা ঘটে থাকে। থানায় অভিযোগ করার জন্য অনেকটা দূর যেতে হয়। তাই পর্যটকেরা যাতে দ্রুত অভিযোগ জমা করতে পারেন সেজন্য একটি পুলিশ কিয়স্ক গড়ে তোলা হচ্ছে। প্রাথমিকভাবে ক্যাম্প আকারে, পরে সেটি স্থায়ীভাবে গড়ে তোলা হবে। এর ফলে পর্যটক থেকে স্থানীয় মানুষজনের অনেকটাই সুবিধা হবে।’

আরও পড়ুন-তুষারপাত উত্তরে বৃষ্টির সম্ভাবনা এবার দক্ষিণে

দিঘাকে পর্যটনবান্ধব করে তোলার জন্য জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে দিঘায় আসা পর্যটকদের মতামত, এতে পর্যটকদের খুব সুবিধা হবে। বিশেষত মহিলা পর্যটকদের। পুলিশের কিয়স্ক কাছে থাকায় অপরাধীরা ক্রাইম করতেও ভয় পাবে। সমুদ্রে কেউ তলিয়ে গেলে পুলিশকে তা দ্রুত জানাতেও পারবেন পর্যটকেরা। দিঘা ও দিঘা কোস্টাল পুলিশের এই উদ্যোগ সাড়া ফেলেছে।

Latest article