কর্মী ছাঁটাই বাইজুসের

Must read

প্রতিবেদন : ট্যুইটারের পর এবার কর্মী ছাঁটাই শুরু হল এডটেক সংস্থা বাইজুসে (Byju’s)। আর্থিক মন্দার জেরে সংস্থার খরচ কমানোর দোহাই দিয়ে বেশ কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করার অভিযোগ উঠল বাইজুসের বিরুদ্ধে। তবে এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে, রীতিমতো বাউন্সার ডেকে এনে কর্মচারীদের তাড়িয়ে দিয়েছে এই সংস্থা। অক্টোবরের শেষ সপ্তাহে মালিকানা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ট্যুইটারের প্রায় ৪ হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন এলন মাস্ক। ট্যুইটারের পর এবার সেই গণছাঁটাইয়ের পথে হাঁটল বাইজুস।

আরও পড়ুন-ক্ষমা চাইলেন ডরসি

ট্যুইটার, মেটা, মাইক্রোসফট-সহ একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা চলতি আর্থিক মন্দার মধ্যে লাভের অঙ্ক বাড়াতেই অভাবে কর্মী সংকোচন করতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভারতীয় সংস্থাও। যার মধ্যে রয়েছে বাইজুস। সূত্রের খবর, জুন মাস থেকেই কর্মীদের সরাতে শুরু করেছিল বাইজুস। তবে কর্মী ছাঁটাই নিয়ে বাইজুসের (Byju’s) বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ উঠেছে। সূত্রের খবর, যে সমস্ত কর্মীকে বাদ দেওয়া হবে বলে স্থির করা হয়, তাঁদের সঙ্গে সংস্থার তরফে অত্যন্ত দুর্ব্যবহার করা হচ্ছে। মাত্র একদিনের নোটিশে বরখাস্ত করা হয়েছে বহু কর্মীকে। এছাড়াও জুম কলের মাধ্যমে অনেককে ছেঁটে ফেলা হয়েছে। বাইজুসের লেখা পদত্যাগপত্রে জোর করে সই করানোরও অভিযোগ উঠেছে। কেউ নিজে থেকে সই করতে না চাইলে তাঁদের সমস্তরকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং বরখাস্ত করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এমনকী, অফিস থেকে কর্মীদের বের করে দিতে বাউন্সারদের সাহায্য নেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে বাইজুস কর্তৃপক্ষ।

Latest article