১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের ৪ কেন্দ্রে ভোট

Must read

লোকসভা নির্বাচন মিটতেই ফের ভোট (Bypolls in assembly) রাজ্যে। বাংলার চার কেন্দ্রে এবার বিধানসভা উপনির্বাচন। আগামী ১০ ভোট হবে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। ফল ঘোষণা ১৩ জুলাই।

আরও পড়ুন-মেলেনি ১০০ দিনের টাকা ক্ষোভে পোড়ান হল মোদির কুশপুতুল

তৃণমূলের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডের মৃত্যুতে বহুদিন ধরে এই আসনটি বিধায়ক শূন্য হয়ে রয়েছে। কিন্তু আইনি জটিলতায় উপনির্বাচন করানো যায়নি। সেই জটিলতা কাটিয়ে আগামী মাসে ভোট মানিকতলায়। সোমবার ৭ রাজ্যের ১৩টি বিধানসভায় উপনির্বাচনের (Bypolls in assembly) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এই মুর্হূতে বাংলায় ১০টি আসন বিধায়ক শূন্য। তার মধ্যে মধ্যে ৪ কেন্দ্রে ভোট ঘোষণা। আরও ৬ কেন্দ্রে ভোট হবে পরে। সেগুলি হল- মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, সিতাই, মাদারিহাট, হাড়োয়া। এই প্রতিটি কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটে লড়ার জন্য তাঁদের আসনগুলি শূন্য হয়েছে। একই বিষয় প্রযোজ্য আগামী মাসে ভোট হতে চলা রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের জন্য।

Latest article