সিএবি এজিএম ঋদ্ধি-সুদীপকে ফেরানোর বার্তা

উল্লেখ্য, সিএবি-র আচরণে ক্ষুব্ধ হয়েই বাংলা ছেড়ে এবার ত্রিপুরায় সই করেন ঋদ্ধি ও সুদীপ। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেও বেশ কিছু সিদ্ধান্ত হয়

Must read

প্রতিবেদন : সিএবি সভাপতি পদে বসেই অভিজ্ঞ দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায়কে বাংলায় ফেরানোর উদ্যোগ নিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সোমবার বার্ষিক সাধারণ সভা শেষে সিএবি-র নতুন সভাপতি বললেন, ‘‘ঋদ্ধিমান ও সুদীপকে বাংলায় ফেরার জন্য আহ্বান জানাব। আশা করব, পরের মরশুমে ওরা ফের এখানেই খেলবে।’’

আরও পড়ুন-ঘরের ভিডিও ফাঁস,ক্ষুব্ধ বিরাট-অনুষ্কা

উল্লেখ্য, সিএবি-র আচরণে ক্ষুব্ধ হয়েই বাংলা ছেড়ে এবার ত্রিপুরায় সই করেন ঋদ্ধি ও সুদীপ। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেও বেশ কিছু সিদ্ধান্ত হয়। মেয়েদের টি-২০ টুর্নামেন্টের অনুমোদন দেওয়া হয়েছে। গয়েসপুর মাঠে এবার সিএবি লিগের ম্যাচ হবে। অফিস স্পোর্টস লিগও চালু হতে চলেছে। এছাড়াও আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সিএবি-র এজিএমে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Latest article