জামিন পেয়েও ফের গ্রেফতার কল্যাণময়

Must read

প্রতিবেদন : নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Ganguly)। কিন্তু সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে না পারায় বুধবার কলকাতা হাইকোর্ট তাঁকে জামিন দেয়। সিবিআই কল্যাণময়ের জামিনের বিরোধিতা করলেও কলকাতা হাইকোর্ট তা গ্রাহ্য করেনি। উল্টে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। এদিন কল্যাণময়কে (Kalyanmoy Ganguly) শর্তসাপেক্ষে জামিন দেয় বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। এদিকে জামিন পাওয়ার পর দুপুরেই নবম-দশমের শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতিকে নিজেদের হেফাজতে চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয় সিবিআই। তাঁদের আবেদন মঞ্জুর করে আদালত। ফলে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেল হেফাজতেই থাকতে হচ্ছে।

আরও পড়ুন- দল ছাড়ছে ১৫০০ বিজেপি, তৃণমূলে আবেদন

Latest article