প্রতিবেদন : হাইকোর্টে (Calcutta High Court) জোর ধাক্কা খেলেন বিরোধী দলনেতা। সমবায় নিয়োগ মামলায় তাঁর আর্জি সরাসরি খারিজ করে দিল আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল মামলা করার অধিকারই নেই তাঁর। স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে গদ্দার এবং গেরুয়া শিবির। হলদিয়ার বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্যানেল নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। অভিযোগ এনেছিলেন বেআইনি নিয়োগের। জানা গিয়েছে, ওই সমবায়ের বোর্ডের সদস্য ছিলেন গদ্দার নিজেই। আদালতের পর্যবেক্ষণ, যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় তিনি অংশই নেননি, তাই মামলা করার এক্তিয়ারই নেই তাঁর।
আরও পড়ুন- আজ পাহাড়ে সপ্তমী শুরু ফুলপাতি উৎসবে