সুপ্রিম কোর্টে বিচার চাইল কলকাতা হাইকোর্ট

Must read

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একটি রায়কে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্ট প্রশাসনের সুপ্রিম কোর্টে মামলা করেছে৷ হাইকোর্ট জানতে চেয়েছে, বিচারপতিদের বিচার্য বিষয় ঠিক হবে কী ভাবে ? এবং বিশেষ পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতা ঠিক কতখানি ? শীর্ষ আদালতে এই আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

আরও পড়ুন-আজ বিকেলেই প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক, দেখে নেওয়া মঙ্গলবারের কর্মসূচি

এদিকে হাইকোর্ট সূত্রের জানা গিয়েছে, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চের একটি মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো নিয়েই বিতর্কে র সৃষ্টি হয়েছে৷ তার জেরেই সুপ্রিম কোর্টে SLP দায়ের করেছে হাইকোর্ট প্রশাসন।

আরও পড়ুন-বুথের বাইরে গোলমালও শাস্তিযোগ্য অপরাধ, ৩২ বছরের পুরনো মামলায় রায় সুপ্রিম কোর্টের

কিছুদিন আগে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য একটি মামলার ভার্চুয়াল শুনানির সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিলেন৷ তিনি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং হাইকোর্টের ভার্চুয়াল মাধ্যম দেখভালের দায়িত্বে থাকা সেন্ট্রাল প্রজেক্ট কো-অর্ডিনেটরকে শো-কজ করেন৷ ওই নোটিসের কপি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও পাঠানো হয়। ঠিক পরের দিন ওই মামলাটি বিচারপতি ভট্টাচার্যকে না জানিয়ে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। ডিভিশন বেঞ্চে শুনানির আগেই বিচারপতি ভট্টাচার্য ওই মামলার রায় ঘোষণা করেন৷ সেই রায় কার্যত চ্যালেঞ্জ করে হাইকোর্ট প্রশাসনের পক্ষে সুপ্রিম কোর্টে ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ দায়ের করেছেন রেজিস্ট্রার জেনারেল।

Latest article