করোনা আবহে দু’বছর বন্ধ ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবছর সংক্রমণ কম থাকায় আজ, সোমবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবছর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
আরও পড়ুন – বন্ধ রুটে ট্রাম চালাতে উদ্যোগী রাজ্য
আজ, সোমবার বিকেল ৪টের সময় নজরুল মঞ্চ থেকে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (Kolkata International Film Festival) অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে করোনার জেরে অনান্যবারের মতো এবার উৎসবের জৌলুস খানিকটা কম থাকবে। অতিথিদের তালিকাও ছোট করা হয়েছে।এ বার নন্দন নয়। নজরুল মঞ্চে উদ্বোধনী সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের সূচনা হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি দিয়ে। চলচ্চিত্র অনুষ্ঠান চলবে আগামী ১ মে পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে থাকবেন অভিনেতা তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এ ছাড়া থাকবেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা।