অটো রহস্যের দ্রুত কিনারা হরিদেবপুর

Must read

প্রতিবেদন : দ্রুত সাফল্য পেল পুলিশ। একদিনের মধ্যেই কিনারা হয়ে গেল হরিদেবপুরে অটোতে অস্ত্র এবং বোমা উদ্ধারের ঘটনা। স্পষ্ট হয়ে গেল আসল ব্যাপারটা। পুলিশের (Police) জালে ধরা পড়ে গেল ৪ জন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইকও। ধৃতদের রবিবারই পেশ করা হয় আদালতে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং প্রাথমিক তদন্তের পরে পুলিশ (Police) জেনেছে, এই ঘটনার নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা। এক ব্যবসায়ীকে ফাঁসাতেই তাঁর অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোতে পূর্বপরিকল্পনামতো অস্ত্র এবং বোমা রেখে এসেছিল বিপক্ষের লোকজন। মূল অভিযোগ অটোর ফিনান্সার ভৈরব বসুর বিরুদ্ধে। তাঁর ব্যবসায় মন্দা চলছিল। তিনিই লোক লাগিয়ে তাঁর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ফুলেফেঁপে ওঠা আর এক অটো ফিনান্স কোম্পানির মালিক বিশ্বজিৎ বিশ্বাসের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা অটোতে বোমা-অস্ত্র রেখে আসার ব্যবস্থা করেন। তাঁরই নির্দেশে হরিদেবপুর ৪১ পল্লি ক্লাবের কাছে পরিত্যক্ত অটোতে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ওয়ান শটার–সহ আগ্নেয়াস্ত্র এবং বোমা রেখে আসে স্বপন এবং সনু।

Latest article