প্রতিবেদন : কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) তাণ্ডব চালাল এসএফআই (SFI)। সোমবার পুলিশের বাধা অগ্রাহ্য করেই কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে ধাক্কা মেরে ঢুকে পড়ল বিশ্ববিদ্যালয় চত্বরে। চেষ্টা করল চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরির। স্লোগানও দিল উচ্চস্বরে। শেষ পর্যন্ত অবশ্য পিছু হঠতে বাধ্য হয় তারা। ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে সামনে রেখে রীতিমতো পূর্বপরিকল্পিতভাবেই এদিন বিশ্ববিদ্যালয়ে গণ্ডগোল বাধায় বামপন্থী ছাত্ররা। মিছিল করে ভিতরে ঢুকতে চেষ্টা করে তারা। অধিকাংশই বহিরাগত। আদৌ ক্যাম্পাসের পড়ুয়া নয়। অষ্টম শ্রেণি পাশ করেনি এমন অনেকেই মিছিলে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। অশান্তি রুখতে পুলিশ (Police) বিশ্ববিদ্যালয় (University of Calcutta) গেটে মিছিল আটকাতে চেষ্টা করলে ব্যাপক ধস্তাধস্তি করে মিছিলকারীরা। লক্ষণীয়, বাম আমলে বছরের পর বছর এই এসএফআই মদতপুষ্ট দুষ্কৃতীরা বিরোধী ছাত্র সংগঠনগুলিকে নির্বাচনে মনোনয়ন জমা দিতে দেয়নি। তৃণমূল ছাত্র পরিষদই (TMCP) বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরিয়ে আনে গণতন্ত্রের পরিবেশ। পায়ের নিচে থেকে মাটি সরে যায় এসএফআইয়ের। ক্রমশই অস্তিত্বহীন হয়ে পড়ে তারা।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ৬৫ হাজার প্রার্থীর খোঁজে এজেন্সি নামাল বিজেপি