মার্কশিট বা গ্রেডশিট তোলা বা সেমেস্টার দেওয়ার জন্য কোন ফি দিতে হবে না পড়ুয়াদের। এই মর্মে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস। করোনা মহামারির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর হামলা, ত্রিপুরার পথে কুণাল
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান অতিমারি পরিস্থিতিতে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি মকুব করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার্থীদের মার্ক শিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনও রকম ফি দিতে হবে না।’
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে লিখেছেন, “এই সময় সবার জন্য চেষ্টা করার সময়। কোভিড ১৯ -এর কারণে আমরা যে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা মাথায় রেখে, কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেমিস্টারের টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও লিখেছেন, অধীনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতিশীল নেতৃত্ব, আমরা একসাথে এই যুদ্ধে জিতব!”
আরও পড়ুন-কাবুল বিমানবন্দরে বিস্ফোরণকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দেওয়া হবে উপযুক্ত শাস্তি, হুমকি বাইডেনের
প্রসঙ্গত, কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুবের দাবিতে অবস্থান-বিক্ষোভে নেমেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ সে সময় ফি মকুবের কথা ঘোষণা করেছিলেন। এ বার একই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়। এর আগে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফি মকুব করেছিল রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন ছাত্রছাত্রীরা।