প্রতিবেদন: ফের দিলীপ ঘোষের মুখে কুকথার স্রোত। বিজেপি সাংসদের নিশানায় এবার আন্দোলনরত আদিবাসী কুড়মি সমাজ। সোমবার কুৎসিত ভাষায় তাঁদের আক্রমণ করেন দিলীপ ঘোষ। ঘটনার শুরু রবিবার। ঝাড়গ্রামের শিলদা থেকে লালগড়ে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন মেদিনীপুরের সাংসদ। পথে বামাল এলাকায় তাঁর পথ আটকায় কুড়মি সমাজের কিছু প্রতিনিধি। তাঁদের দেখে এগিয়ে যান দিলীপ ঘোষ। তখনই বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, স্থানীয় জনপ্রতিনিধি হয়ে আপনি কুড়মিদের জন্য কী করেছেন? আপনাকে দরকারে পাওয়া যায় না। কুড়মিদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সাংসদ কী করেছেন বলেও তাঁরা জানতে চান।
আরও পড়ুন-উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
দিলীপ ঘোষ তাঁদের কিছু বোঝানের চেষ্টা করেন। কিন্তু অনড় কুড়মিরা তাঁর কোনও কথাই শুনতে চায়নি। তাঁরা বলেন, জঙ্গলমহলের মানুষ তাঁকে চায় না। তাঁকে জঙ্গলমহল থেকে নিষিদ্ধ করারও দাবি জানান তাঁরা। এই ঘটনার পরই সোমবার সকালে কুড়মিদের কুৎসিত ভাষায় আক্রমণ করেন মেদিনীপুরের সাংসদ। দিলীপের আক্রমণের পরই কুড়মি নেতারা ফের মুখ খুলেছেন। তাঁরা সাংসদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন। সেই সঙ্গে সাংসদকে বয়কট করারও দাবি তুলেছেন তাঁরা। দিলীপ ঘোষ শালিনতা ছাড়িয়ে রাজ্যের মন্ত্রী তথা কুড়মি সম্প্রদায়ের মানুষ শ্রীকান্ত মাহাতোকেও আক্রমণ করতে ছাড়েননি।
আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে
তবে দিলীপের মন্তব্যে পরিস্থিতি যে অগ্নিগর্ভ হচ্ছে তার প্রমাণ মেলে এদিনই। কুড়মি সম্প্রদায়ের বেশ কিছু মানুষ ঝাড়গ্রামে বিজেপি অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়। মারমুখি হয়ে কুড়মিরা ইট-পাথর ছোঁড়ে বলেও অভিযোগ। আসলে দিলীপের কুড়মিদের প্রতি এই ভাষা সন্ত্রাস একটি সম্প্রদায়কে আঘাত করেছে তা বলাবাহুল্য।