উপাচার্য নিয়োগে সার্চ কমিটি

রাজ্যপালের মনোনীত সদস্যের নেতৃত্বেই তৈরি হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি।

Must read

প্রতিবেদন : রাজ্যপালের মনোনীত সদস্যের নেতৃত্বেই তৈরি হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি। তিন সদস্যের পরিবর্তে ৫ সদস্যের সার্চ কমিটি গঠনের জন্য আইন বদলাতে রাজ্য সরকারের পাঠানো অর্ডিন্যানন্সে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে

নতুন আইনে সার্চ কমিটির চেয়ারম্যান হচ্ছেন রাজ্যপাল মনোনীত প্রতিনিধি। শিক্ষা প্রশাসনের বিভিন্ন বিষয়ে রাজ্যপালের এক্তিয়ার বহির্ভূতভাবে নাক গলানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে রাজ্য রাজভবনের সম্পর্কের ফাটল যখন চওড়া হচ্ছে সেই সময়ে সাংবিধানিক সৌজন্যের নতুন নজির গড়ল মমতা বন্দোপাধ্যায় সরকার। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের একজন প্রতিনিধি ছাড়াও এবার প্রথম মুখ্যমন্ত্রীর মনোনীত একজন প্রতিনিধিকে সেখানে রাখা হয়েছে। এছাড়াও ইউজিসি, রাজ্য সরকার ও উচ্চ শিক্ষা সংসদের একজন করে প্রতিনিধিকে এই কমিটির সদস্য করা হয়েছে।

আরও পড়ুন-বিজেপির ডাকাতদের ক্ষমতায় আনবেন না

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু, জানিয়েছেন অর্ডিন্যান্সে যখন রাজ্যপাল সই করেছেন তখন সেই সিদ্ধান্তকে সকলকেই সম্মান জানানো উচিত। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপালকে নন, মুখ্যমন্ত্রীকে তাঁরা চান বলে এদিন ফের দাবি জানিয়েছেন তিনি।

Latest article