নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : আরও শক্তিশালী হল ইন্ডিয়া জোট। ২০২৪-এর লোকসভা নির্বাচনে পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াইয়ে ইন্ডিয়ার ২৮টি দল মোদি শাসনের অবসানের লক্ষ্যে ডাক দিয়েছে। এবার ইন্ডিয়ার সেই ডাকে সাড়া দিয়ে সমর্থমের বার্তা দিল দেশের ৫০টির বেশি গণসংগঠন এবং ১৮টি ছোট রাজনৈতিক দল। এরা সকলেই বিজেপি-বিরোধী লড়াইয়ে ইন্ডিয়া শিবিরকে নিঃশর্ত সমর্থন দিয়েছে।
আরও পড়ুন-মহিলা বিলে সই রাষ্ট্রপতির
শুক্রবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘জিতেগা ইন্ডিয়া’ ব্যানারে আয়োজিত এক বিশেষ অধিবেশনে যোগেন্দ্র যাদবের ‘স্বরাজ ইন্ডিয়া’, সমীর পুততুন্ডের ‘পিডিএস’সহ একাধিক গণ-আন্দোলনকারী সংগঠনের তরফে ইন্ডিয়া জোটের সদস্যদের সমর্থন দেওয়ার কথা জানানো হয়৷ আয়োজকদের তরফে যোগেন্দ্র যাদব জানান, গত একদশক ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ৷ বিজেপির অপশাসন এর জন্য দায়ী৷ এই অবস্থার বদল হওয়া জরুরি। সেজন্য আসন্ন লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ শিবিরকে বিপুল ভোটে জয় যুক্ত করতে দেশের ৫০ টিরও বেশি গণসংগঠন, ছোট রাজনৈতিক দলগুলি নিঃশর্ত সমর্থনের কথা ভেবেছে। যাদব বলেছেন, ‘ইন্ডিয়া জোট যেখানে যেখানে প্রার্থী দেবে, এবং বিশেষ করে যেখানে বিজেপির শক্তি বেশি, সেই সব অঞ্চলে সর্বতোভাবে ইন্ডিয়া জোটকে সমর্থন করবে এই দলগুলি।
আরও পড়ুন-রানার্স হওয়াই লক্ষ্য ডায়মন্ড হারবারের
গেরুয়া শিবিরের প্রার্থীদের সবরকমভাবে প্রতিহত করা হবে। ইন্ডিয়া জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হয়েও এই নিঃশর্ত সমর্থন দেওয়া হবে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও রাজ্যসভা সাংসদ দিগ্বিজয় সিং বলেন, ‘বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না। গত দশ বছরে এদের বিচারধারার কোনও বদল হয়নি। তাই আমাদের আরও সক্রিয় হতে হবে।’ যোগেন্দ্র যাদব বলেন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ওয়ার্ধা থেকে ইন্ডিয়া জোটের সমর্থনে প্রচারে নামবে সংগঠনগুলি। ২০০-২৫০টি লোকসভাকে চিহ্নিত করে দ্রুত শুরু হবে মোদি- বিরোধী প্রচার।