‘বাংলার মানুষের অধিকার বাংলার মানুষ পাবে, আমি কথা দিচ্ছি’, লাইভে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বকেয়া আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের (Trinamul Congress) ‘মিশন দিল্লি’ (Mission Delhi) নিয়ে ইতিমধ্যে অনেকরকম সমস্যা সৃষ্টি হয়েছে

Must read

বকেয়া আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের (Trinamul Congress) ‘মিশন দিল্লি’ (Mission Delhi) নিয়ে ইতিমধ্যে অনেকরকম সমস্যা সৃষ্টি হয়েছে। আগাম আবেদন করা সত্ত্বেও বিশেষ ট্রেন দেয়নি পূর্ব রেল (Eastern railway)। টিকিটের জন্য অগ্রিম টাকা নেওয়া হয়েছে তারপরে বাতিল হয়েছে ট্রেন। এদিন লাইভ থেকে সেই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ট্রেন না পেয়ে বাসে দিল্লি যাওয়ার পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে।

আরও পড়ুন-ইন্ডিয়াকে সমর্থন করে বিজেপিকে হারানোর ডাক

আজ, শনিবার ভার্চুয়াল ভাষণে ‘দিল্লি চলো’ মিশন শান্তিপূর্ণভাবে করার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করেই এদিন তিনি জানালেন, ‘বাংলার বকেয়া আনবই, কেউ রুখতে পারবে না। কিন্তু শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা হবে। নিষ্ঠুর কেন্দ্রীয় সরকার বাংলার গরিবের মাথার উপর ছাদ, কাজের টাকা কেড়ে নিয়েছে। আমরা গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তিনি দেখা করেননি।’

আরও পড়ুন-মহিলা বিলে সই রাষ্ট্রপতির

এদিন তিনি জানান, ‘২ এবং ৩ অক্টোবর দুই দিন ধরে রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২ অক্টোবর দলের সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত সদস্যরা রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান করবেন। ৩ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ জানাবেন বাংলা থেকে যাওয়া ১০০ দিনের কর্মীরা। ২ তারিখ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতিরা গান্ধীমূর্তিতে মাল্যদান করবেন।’

আরও পড়ুন-রানার্স হওয়াই লক্ষ্য ডায়মন্ড হারবারের

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘২ অক্টোবর একটি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য একাধিকবার দিল্লি পুলিশের কাছে আবেদন করেছিলাম। সর্বত্র আমাদের অনুমতি দিতে অস্বীকার করেছে। কিন্তু, কোনও বাধাই কাজ করবে না। বাংলার মানুষের আন্দোলন এবং লড়াই করার অধিকার দিল্লির সরকার ছিনিয়ে নিতে চাইছে। জল দেব না, ঘর দেব না, প্রতিবাদ করার অধিকার দেব না। গতকাল রাতে আমাদের দলের তরফে যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল তা বাতিল করা হয়। সিকিউরিটি ডিপোজিট জমা নেওয়ার পরেও ট্রেন দিল না। এদিকে প্রধানমন্ত্রী প্রতিদিন সবুজ পতাকা নেড়ে ট্রেন উদ্বোধন করছেন। কিন্তু, তাতে গরিব মানুষ যেতে পারবে না।’

আরও পড়ুন-রানার্স হওয়াই লক্ষ্য ডায়মন্ড হারবারের

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। নিজের সংক্ষিপ্ত ভাষণে কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইডি সিবিআইকে দিয়ে চিঠি পাঠিয়ে তৃণমূলের মনোবল ভাঙা যাবে না। লড়াই আরও জোরাল হবে।’

Latest article