সংবাদদাতা, বহরমপুর : ‘চেয়ারম্যান অন কল’-এ (chairman) ‘চেয়ারম্যান অন কল’-এ ফোন করে নাবালিকা মেয়ের চিকিৎসার জন্য রক্ত পেয়ে গেলেন বহরমপুরের মুদির দোকানি আশিস চক্রবর্তী। ফোন করে নাবালিকা মেয়ের চিকিৎসার জন্য রক্ত পেয়ে গেলেন বহরমপুরের মুদির দোকানি আশিস চক্রবর্তী। শ্রীতমা নামে নাবালিকার চিকিৎসা চলছে শহরের এক বেসরকারি নার্সিংহোমে। কলকাতার পর তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভায় ১ এপ্রিল ‘চেয়ারম্যান অন কল’ পরিষেবার উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-এলাকায় ফরেন্সিক দল গলসিকাণ্ডে ধৃত ৩৯
সেদিনের পর থেকেই ৮০৬৯২৩১১১১ নম্বরে ফোন করে নানা সমস্যার কথা জানাচ্ছেন বহরমপুরের বাসিন্দারা। মঙ্গলবার সকালে পুরসভার ৬ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণ খাঁ লেন থেকে ‘চেয়ারম্যান অন কল’-এ ফোন করেন সোমা ভট্টাচার্য। তাঁর নাবালিকা ভাইঝির হিমোগ্লোবিন কমে যাওয়ায় রক্তের প্রয়োজনে ফোন করার পরেই ‘বি পজিটিভ’ গ্রুপের রক্তের ব্যবস্থা করে দেয় পুরসভা। মধুপুরের বিকি বিশ্বাস ওই রক্ত দান করেন। শ্রীতমার বাবা আশিস চক্রবর্তী বলেন, মেয়ের জন্য জরুরি রক্তের প্রয়োজনে অনেকের কাছে গেলেও দু’বোতল রক্ত জোগাড় হয়নি।
আরও পড়ুন-যানজটমুক্ত শহর চান পুরপ্রধান উলুবেড়িয়া
মঙ্গলবার পুরসভায় ফোন করতেই রক্তের ব্যবস্থা হয়ে যায়। এখন চিন্তামুক্ত তিনি। পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ববিদা (ফিরহাদ হাকিম) বহরমপুরে এসে বলে গিয়েছেন চেয়ারম্যান বা কাউন্সিলরদের সমাজের সেবক হিসেবে কাজ করতে হবে। সেই নির্দেশ পালন করা হচ্ছে। ‘চেয়ারম্যান অন কল’ উদ্বোধনের পরে ২ এপ্রিল ১৫৩টি ফোন আসে। ৪ এপ্রিল আসে ২৯৭টি ফোন। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে পুরসভা বলে জানান তিনি।